Live Button LIVE

ইসলামপুরে পথ দুর্ঘটনার পর উত্তেজনা, মৃত ছাত্রীর পরিবারের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ

ইসলামপুর, ২৪ জুলাপুরাতন দুর্গাবাড়ি সংলগ্ন যমের কাছারি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী, তুলিকা সিংহের। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালবেলা স্কুলে যাওয়ার পথে একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চালককে আটক করে মারধর করে, ফলে চালক গুরুতর জখম হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনার জেরে আহত চালকের তরফে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে ১৮ জনের নাম রয়েছে বলে জানা গেছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ১৮ জনের মধ্যে অনেকেই সম্পূর্ণ নির্দোষ — এমনকি মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের নামও যুক্ত করা হয়েছে মিথ্যাভাবে। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় মূল চক্রান্তকারী হলেন স্থানীয় এক সিভিক ভলান্টিয়ার, শ্যামসুন্দর সিংহ, যিনি আগেও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ।ঘটনার প্রতিবাদে ‘যোগ্য নাগরিক মঞ্চ’ নামে একটি সংগঠন শনিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তরে একটি ডেপুটেশন জমা দেয়। নেতৃত্বে ছিলেন ডায়াল সিংহ। তাদের দাবি:1নিরপরাধ মানুষদের নামে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে2চক্রান্তকারী শ্যামসুন্দর সিংহের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে3গ্রামীণ রাস্তা দিয়ে যানের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে4এলাকা জুড়ে পুলিশি নজরদারি বাড়াতে হবেএই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা এবং ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠেছে।

Share:

WhatsApp
Telegram
Facebook
Twitter
LinkedIn