Live Button LIVE

ইসলামপুর পুলিশের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

শনিবার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস.পি. আশীষ কুমার, ইসলামপুর থানার হীরক বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ জেলার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের দুইজন করে মোট চার মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সমাজে অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক বলে বিবেচিত হয়।

Share:

WhatsApp
Telegram
Facebook
Twitter
LinkedIn