Live Button LIVE

শিলিগুড়িতে স্টেশন সোনার চেন ছিনতাই: মদ্যপ যুবকদের হামলার শিকার এক পরিবার

গভীর রাতের অন্ধকারে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর হয়েছিল আতঙ্কের কেন্দ্র। বুধবার রাতে রিয়া সরকার নামে এক মহিলা তার পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবারের জন্য স্টেশন সংলগ্ন একটি বিরিয়ানির দোকানে ঢুকতেই চার মদ্যপ যুবকের হামলার শিকার হন। শুরু হয়েছিল সাধারণ বাকবিতণ্ডা, কিন্তু পরিস্থিতি দ্রুত হিংস্র রূপ নেয়। যুবকরা অশালীন ভাষায় গালিগালাজ শুরু করলে রিয়া ও তার স্বামী বাধা দিতে গেলে ধস্তাধস্তি বেধে যায়। এই অচলাবস্থার সুযোগে দুষ্কৃতীরা রিয়ার গলা থেকে দুম করে ছিনিয়ে নেয় মুল্যবান সোনার চেন।

ঘটনাস্থলেই পরিবারের সদস্যরা এক যুবককে আটক করতে সক্ষম হন এবং তাকে নিউ জলপাইগুড়ি থানায় সোপর্দ করা হয়। তবে অন্য হামলাকারীরা অন্ধকারে হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মতে, স্টেশন এলাকায় রাতের বেলা এমন অপরাধের ঘটনা নতুন নয়, কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তা বারবার অসহায় করে তুলছে সাধারণ মানুষকে।

Share:

WhatsApp
Telegram
Facebook
Twitter
LinkedIn