মাত্র ৯০ টাকার লটারি টিকিটে এক কোটি টাকা জয়! ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজিব পাড়ার দিনমজুর যতীন বর্মনের জীবন বদলে গেল এক রাতে। কিন্তু আনন্দের মধ্যেই হারিয়ে যায় জয়ের টিকিট, আবার ভাগ্যের ফেরে তা ফিরে পেয়ে থানায় দৌড়েন তিনি। একজন সাধারণ মানুষের স্বপ্নপূরণের অসাধারণ এই গল্প।যতীন বর্মন মানুষের বাড়িতে রান্নার কাজ করে কোনোমতে সংসার চালান। টিনের ঘরে থাকেন, বিবাহযোগ্য কন্যা নিয়ে চিন্তায় দিন কাটে। কিন্তু ২৭ মে, বাড়ির পাশের লটারি কাউন্টার থেকে কেনা একটি টিকিট তাকে করে তোলে কোটি টাকার মালিক!
টিকিট হারানো, আর ফিরে পাওয়ার মধুর গল্প
জয়ের খবর পেয়েই বিপত্তি—লটারি টিকিটটি রাস্তায় হারিয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন যতীন। তবে কয়েক ঘণ্টার খোঁজাখুঁজির পর তার বন্ধু টিকিটটি উদ্ধার করে লটারি কাউন্টার থেকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিউ জলপাইগুড়ি থানায় গিয়ে নিশ্চিত করেন জয়ের ব্যাপারটি। একজন গরিব রাঁধুনির জীবনে এ এক অবিশ্বাস্য পরিবর্তন। এখন তার কন্যার বিয়ে, পাকা ঘর—সব স্বপ্নই সত্যি হওয়ার পালা। যতীনের এই সাফল্য শুধু ভাগ্যের নয়, অদম্য আশা ও বিশ্বাসেরও জয়গাথা!