Live Button LIVE

গাজোল ব্লকে শিশুদের মৃত্যু: শোকের ছায়া নেমে এলো এলাকায়  

মালদা জেলার গাজোল ব্লকে এক মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ডে উপলক্ষে পঞ্চায়েতের ভলেন্টিয়ারদের পরিবারের দুই শিশু খেলতে খেলতে পুকুরের ধারে গিয়ে জলে ডুবে মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, চিকিৎসকরা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে সকাল দশটার দিকে, যখন পাঁচ বছরের ছোট্ট শিশুটি ও তার সঙ্গী পুকুরের চ্যান করছিল।  

মৃত্যুর খবর পেয়ে গজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আইসি আশিস কুন্ডু নিহত শিশুদের দেহ বর্ধমান শিশু হাসপাতালের মর্গে পাঠান। এই য়ায় পরিবার ও এলাকাবাসী গভীর শোকে আচ্ছন্ন। শিশুদের অকাল প্রাণহানিতে গোটা গ্রাম স্তব্ধ। স্থানীয়রা নিরাপদ জলাধার নিয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

Share:

WhatsApp
Telegram
Facebook
Twitter
LinkedIn