হিল কার্ট রোডে বিধান জুয়েলার্সে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে।* মেঘদূত সিনেমা হলের বিপরীতে অবস্থিত দোকানটিতে সশস্ত্র ডাকাতি চালায় প্রায় ৭ জনের একটি দল, যাদের মধ্যে মহিলাও রয়েছে। দোকানের নিরাপত্তা প্রহরী জানান, ডাকাতরা অস্ত্রসহ দোকানে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজন ডাকাতিকে আটক করতে সক্ষম হয়। বাকি সদস্যরা লুটের মাল নিয়ে ফাঁকা দিয়ে পালিয়েছে বলে জানা গেছে। তাদের ধরতে তদন্ত ও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও দোকানের মালিকরা এই ঘটনায় আতঙ্কিত। দিনের আলোয় এমন ডাকাতি এলাকার শান্তি ভেঙে দিয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, শীঘ্রই বাকি অপরাধীদের গ্রেপ্তার করা হবে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।