Live Button LIVE

শিলিগুড়ির মাটিগাড়া শপিং মলে সেলুন কেলেঙ্কারি: গ্রেপ্তার মালিক ও ‘এমডি শাহরুখ নামে এক গ্রাহক

শিলিগুড়ির মাটিগাড়ার এক নামী শপিং মলের সেলুন নিয়ে চাঞ্চল্যকর খবর। পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে উঠে এসেছে, এই সেলুনের আড়ালে চলছিল অন্য ‘ব্যবসা অভিযোগ, ইউনিসেক্স সেলুনের নামে একটি ওয়েবসাইট তৈরি করে অবৈধ কার্যকলাপ চালানো হচ্ছিল। রবিবার গজের বাসিন্দা গ্রাহক ‘এমডি শাহরুখ’ এবং সেলুন মালিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলুনের ভেতরেই মিলেছে ‘শেড’। ম্যাসাজ পার্লার এবং সেলুনের আড়ালে কী ধরনের কার্যকলাপ চলছিল, তা নিয়ে তদন্ত জোরেশোরে চলছে। স্থানীয়রা বলছেন, এই শপিং মলটি ব্যবসায়িকভাবে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু পুলিশের নজরদারিতে এখন প্রশ্নের মুখে এর সুনাম।

গত কয়েক মাস ধরে পুলিশের রাডারে ছিল এই সেলুন। অভিযোগপত্র (এফআইআর) এবং জিডি-র পর এবার মালিক ও গ্রাহকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। স্থানীয় থানা এবং গোয়েন্দা শাখা যৌথভাবে এই কেলেঙ্কারির তদন্তে নামলেও, পুরো ঘটনাটি এখনও ধোঁয়াশায় ঢাকা

ব্লগার হিসেবে আমার মতামত:
ব্যবসার নামে অবৈধ কর্মকাণ্ডের শেষ নেই শিলিগুড়ির মতো শহরে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। পুলিশের কঠোর নজরদারি প্রয়োজন, কিন্তু প্রশ্ন থেকে যায় এতদিন কোথায় ছিল প্রশাসন? আশা করি দ্রুত বিচার হবে এবং সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে।

Share:

WhatsApp
Telegram
Facebook
Twitter
LinkedIn