Live Button LIVE

বেহাল রাস্তার দুরবস্থা: ইসলামপুরের গ্রামবাসীর বিক্ষোভ

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কর্মসূচি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার অবস্থা চরম শোচনীয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি জীর্ণস্তূপে পরিণত হয়েছে মাঝেমধ্যে গভীর খানাখন্দ, বর্ষাকালে যা পরিণত হয় দুর্গম কাদার খাঁড়িতে। সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ, প্রসূতি মায়েদের হাসপাতাল নিয়ে যেতে গেলে বিপাকে পড়তে হয়, এমনকি এম্বুলেন্সও এই রাস্তায় ঢুকতে চায় না। স্কুলযাত্রী ছাত্রছাত্রীদের জন্যেও বর্ষাকালে এই পথ অতিক্রম করা দুঃসাধ্য হয়ে ওঠে।  

স্থানীয়রা দীর্ঘদিন ধরে তানিয়া গ্রাম পঞ্চায়েত ও এলাকার নেতৃত্বকে সমস্যার কথা জানালেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার গ্রামবাসী রাস্তায় নেমে আসেন বিক্ষোভে। তাদের দাবি অবিলম্বে রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে।  

এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান লুৎফর রহমানের বক্তব্য রাস্তা সংস্কারের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে। তবে স্থানীয়দের আস্থা ফেরাতে সরকারি পদক্ষেপ কতটা ত্বরান্বিত হবে তা এখনই স্পষ্ট নয়।

Share:

WhatsApp
Telegram
Facebook
Twitter
LinkedIn